তথ্য যোগাযোগের প্রযুক্তি (Information and Communication Technology-ICT) মানুষের জীবন ধারণের পদ্ধতিকে বদলে দিয়েছেজীবনকে করেছে সহজ আনন্দময়। শিক্ষাক্ষেত্রেও তথ্য যোগযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা। আইসিটি স্থান করে নিয়েছে গ্রামের বিদ্যালয়ের সেই ছোট্ট শ্রেণিকক্ষেওযেখানে শিক্ষার্থীরা বইখাতার পাশাপাশি কম্পিউটারেও শিখতে শুরু করেছে। জাতীয় শিক্ষানীতি ২০১০এর আলোকে আধুনিক জ্ঞানবিজ্ঞান এবং সকল ক্ষেত্রে তথ্য যোগযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের যোগ্য রূপকার হিসাবে গড়ে তোলেভিশন ২০২১”; বাস্তবায়নের জন্য এই ওয়েবসাইট অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

 

আরফানুল হক রিফাত

সভাপতি

কুমিল্লা মডার্ণ হাই স্কুল