ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
by admin | Dec 1, 2021 |
প্রতিবছর কুমিল্লা মর্ডান হাই স্কুলে ভর্তি পরীক্ষার মাধ্যমে ষষ্ঠ ও নবম শ্রেণীর (সিট খালি থাকা সাপেক্ষে) শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়ে থাকে । এবছর সরকারি ব্যবস্থাপনায় লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। কুমিল্লা মর্ডান হাই স্কুলে প্রভাতী শাখায় (ছাত্রী) ষষ্ঠ শ্রেণীর আসন সংখ্যা 700, দিবা শাখায় (ছাত্র) আসন সংখ্যা 700। নবম শ্রেণীতে প্রভাতী শাখায় (ছাত্রী) আসন সংখ্যা 100 , দিবা শাখায় (ছাত্র) আসন সংখ্যা 100 ।
ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। আবেদনের লিংক – http://gsaext.teletalk.com.bd/gov-non/student/student-application.php
আবেদনের শেষ তারিখ : 16/12/ 2021
লটারি অনুষ্ঠিত হবে : 19/12/ 2021
নতুন শ্রেণীর ভর্তি : 21/12/ 2021 থেকে 27 /12/ 2021 পর্যন্ত ।
নতুন ভর্তি ফি (ষষ্ঠ শ্রেণী) : 3000 টাকা + জানুয়ারি মাসের বেতন 500 টাকা = মোট 3500 টাকা
নতুন ভর্তি ফি (নবম শ্রেণী) : 3000 টাকা + জানুয়ারি মাসের বেতন 550 টাকা = মোট 3550 টাকা
প্রয়োজনীয় ডকুমেন্ট :
১.প্রশংসাপত্র
২.চার কপি ছবি (পাসপোর্ট সাইজ)
৩. জন্ম নিবন্ধন এর ফটোকপি
৪. অনলাইন ভর্তি আবেদনের ফটোকপি
৫.অষ্টম শ্রেণীর মার্কশিট (নবম শ্রেণীর জন্য)