অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা

১। প্রতি মাসের বেতন সেই মাসের রবিবার (৬ষ্ঠ শ্রেণি), সােমবার (৭ম শ্রেণি), মঙ্গলবার (৮ম শ্রেণি), বুধবার (৯ম শ্রেণি), বহস্পতিবার(১০ম শ্রেণি) নির্ধারিত অফিস সহকারীর নিকট জমা দিতে হবে।

২। অভিভাবকের সুপারিশ বিহীন কোন প্রকার ছুটি মঞ্জুর করা হবে না। দুই দিনের বেশী ছুটি মঞ্জুর করতে অভিভাবক স্বয়ং উপস্থিত হতে হবে ।

৩। বিদ্যালয়ের নির্ধারিত পােষাক পরিধান করে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে ।

৪। বিদ্যালয় ছুটির পর ১০ মিনিট এর অধিক সময় বিনা অনুমতিতে বিদ্যালয় অঙ্গনে অবস্থান করা যাবে না।

৫। অভিভাবক দিবসে কোন শিক্ষার্থীর অভিভাবক বিদ্যালয়ে উপস্থিত না হলে উক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৬। কোন ছাত্র/ছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পর ছুটি হওয়ার পূর্বে টিফিন পিরিয়ডে বা অন্য কোন সময় বিদ্যালয় ক্যাম্পাসের বাইরে যেতে পারবে না।

৭। যে সমস্ত ছাত্র/ছাত্রী জাতীয় দিবসের প্যারেড, ডিসপ্লে ও অন্যান্য কর্মসূচীতে অংশগ্রহণ করবে তাদেরকে বার্ষিক পরীক্ষায় ব্যবহারিক বিষয়ে বিশেষ সুবিধা প্রদান করা হবে।

৮। শিক্ষক শিক্ষার্থীর মানস পিতা এ কথা স্মরণ রেখে পিতামাতা/ অভিভাবক-অভিভাবিকা স্বীয় সন্তানের পাঠোন্নতি ও চরিত্র গঠনের ব্যাপারে শিক্ষকদেরকে স্বতঃস্ফূর্ত সহযােগিতা প্রদান অব্যাহত রাখবেন ।